হাসপাতালে ভর্তি পরিচালক প্রভাত রায়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৩:০৪ পিএম
হাসপাতালে ভর্তি পরিচালক প্রভাত রায়
প্রভাত রায়:। সংগৃহীত ছবি

ভারতের বরেণ্য পরিচালক প্রভাত রায় বেশ কিছুদিন ধরেই কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। ডায়ালাইসিসও চলছিল তার। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে তাকে ভর্তি করা হয়। এই মুহূর্তে তার সঙ্গে রয়েছেন পরিচালক কন্যা একতা ভট্টাচার্য।

জানা গেছে, দক্ষিণ ভারতের হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। এই মুহূর্তে সঙ্গে রয়েছেন তার মেয়ে একতা ভট্টাচার্য।

ভারতীয় সংবাদ মাধ্যগুলো বলছে, বুধবার রাতে পরিচালকের একটি জটিল অস্ত্রোপচার হয়। আগের থেকে পরিচালকের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে বিপদ এখনো কাটেনি বলেই জানিয়েছে চিকিৎসকরা। তাকে রাখা হয়েছে চিকিৎসকের কড়া নজরে।

Link copied!