• ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২, ১২ রবিউল আউয়াল ১৪৪৬

সিদ্দিককে নিয়ে যা বললেন তার সাবেক স্ত্রী মিম


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৭, ২০২৫, ১০:৪৩ এএম
সিদ্দিককে নিয়ে যা বললেন তার সাবেক স্ত্রী মিম

জনপ্রিয় অভিনেতা সিদ্দিককে সম্প্রতি মারধর করে থানায় সোপর্দ করেছেন জনতা। ঘটনার পরদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতাকে সাত দিনের রিমান্ড দেন আদালত।

কয়েক দিন আগে সিদ্দিককের সাবেক স্ত্রী মারিয়া মিম গণমাধ্যমের মুখোমুখি হন। ওই সাক্ষাৎকারে নিজের খোলামেলা পোশাক নিয়ে কথা প্রসঙ্গে তিনি বলেন, ওয়েস্টার্ন পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন মডেল ও অভিনেত্রী।

মারিয়া মিম বলেন, ‘আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয়। কিন্তু আমি তো দেশে ছোট পোশাক পরি না, বিদেশে পরি। কারণ আমি বড় হয়েছি বার্সেলোনায়। সে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি। এ ধরনের পোশাকে আমাকে ভালোও লাগে।’

ওই সাক্ষাৎকারে সাবেক স্বামী অভিনেতা সিদ্দিকুরের বিষয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী। তবে সিদ্দিককে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি বলেন, ‘তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ৬-৭ বছর আগে। সে তো আমার স্বামী নন, তাই এই বিষয়ে কিছুই বলতে চাই না।’

২০১২ সালে অভিনেতা সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০১৩ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ভালোবেসে সিদ্দিককে বিয়ে করলেও ২০১৯ সালের শেষের দিকে ডিভোর্স হয় তাদের। এরপর থেকেই দুজনের কেউ বিয়ে করেননি। 

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!