• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

উটের দুধ খাওয়াবেন মিষ্টি জান্নাত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩, ২০২৫, ১০:৩৩ এএম
উটের দুধ খাওয়াবেন মিষ্টি জান্নাত
মিষ্টি জান্নাত। ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা মিষ্টি জান্নাত অভিনয়ের বাইরে ব্যবসায় যুক্ত। অনেক দিন ধরে ক্যামেরার বাইরে তিনি। সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। এ ছাড়া একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে নায়িকাকে।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিষ্টি জান্নাত। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি, আর সেটি উটের দুধের ব্যবসা।

মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।’

কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যা দেন নায়িকা। বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ, তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।’

নায়িকা জানালেন, সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করবেন তিনি। মিষ্টি জান্নাতের কথায়, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এজন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।

Link copied!