জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। নতুন নাটকে তেমন একটা দেখা মেলে না গুণী এই অভিনেতার । সিনেমায়ও কাজ কমিয়ে দিয়েছেন তিনি। মনের মতো হলে তাতেই কেবল অভিনয় করেন এ অভিনেতা।
তবে এবার জাহিদ ভক্তদের জন্য সুখবর হলো নতুন কাজ নিয়ে হাজির হচ্ছেন তিনি। হাল সময়ের দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফি নতুন একটি ওয়েব ফিল্ম পরিচালনা করছেন। তাতেই অন্যতম প্রধান চরিত্রে দেখা মিলবে তার। ছবিটির নাম ‘আমলনামা’। চরকি অরিজিনাল এ ফিল্মে আরও অভিনয় করছেন- তমা মির্জা, কামরুজ্জামান কামু, হাসনাত রিপন, গাজী রাকায়েত প্রমুখ।
গতকাল রায়হান রাফি, তমা মির্জা ও সিনেমা-সংশ্লিষ্ট অনেকেই ছবিটির প্রথম পোস্টার শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে। জানা গেছে, এটি সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে।
রায়হান রাফি বলেন, ‘আমলনামা’র গল্প সত্য ঘটনার ছায়া অবলম্বনে। তবে এমন গল্প খুব একটা দেখেননি আগে দর্শক। এর মাধ্যমে জাহিদ ভাই আবার ফিরছেন। তাকে নতুনরূপে পর্দায় উপস্থাপন করাটা চ্যালেঞ্জের বটে। আমি সেই চ্যালেঞ্জটা নিতে চাই। আশা করছি, দর্শক একটি ভালো কাজ পেতে চলেছেন সামনে।
                
              
																
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    
                                                    































