তরুণ অভিনেতা শাহবাজ সানী মারা গেছেন। রোববার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর উত্তরার ঢাকা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা মাসরিকুল আলম।
জানা যায়, হার্ট অ্যাটাকের ফলে মারা গেছেন শাহবাজ সানী। কয়েক দিন ধরে বুক ব্যথায় ভুগছিলেন তিনি।
রোববার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সানী। দ্রুত তাকে ঢাকা স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে সেখানে ছুটে গিয়েছিলেন মাসরিকুল আলম নিজেও। তিনি বললেন, “আমি যখন গেলাম তখনো সানী ভাইয়ের একটু জ্ঞান আছে। বুকে ব্যথা, চিৎকার করছেন। ডাক্তার বললেন, এখানে রাখা ঠিক হবে না; সিসিইউ আছে—এমন হাসপাতালে নিয়ে গেলে ভালো হয়। আমরা সাথে সাথেই অ্যাম্বুলেন্স কল দিলাম। অ্যাম্বুলেন্স যখন আসছে, তখন এমন একটা অবস্থা যে তার পালস পাওয়া যাচ্ছিল না। তখন ডাক্তার বলেন যে আসলে এখন আর নেওয়ার মতো অবস্থায় নাই। তারপর আমরা ঢাকা স্পেশালাইজড হাসপাতালেই সব রকমের চেষ্টা করেছি। কিন্তু আর বাঁচানো গেল না।”
সানীর কাছের মানুষদের একজন মাসরিকুল আলম। তিনি বলেন, ‘দুই দিন আগে সানী ভাইয়ের সঙ্গে যখন কথা হয়েছিল, তখন তিনি বলছিলেন যে তার বুকে ব্যথা, কাশি রয়েছে। আমি বললাম, ভাই আপনি একটু ডাক্তার দেখান। পরদিন আবার কথা হলে বললেন, সম্ভবত গ্যাস্ট্রিক থেকে এমনটা হচ্ছিল; ওষুধ খাচ্ছি, এখন সুস্থ। আমি ধারণা করছি, ওই জ্বালাপোড়াটা আসলে ওনার মাইনর হার্ট অ্যাটাক থেকে হয়েছিল, কিন্তু তিনি বুঝতে পারেননি।’

দুঃখভারাক্রান্ত হৃদয়ে মাসরিকুল জানান, মারা যাওয়ার ১০ মিনিট আগে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল সানীর।
অভিনেতার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুরে। বাদ জোহর নামাজে জানাজা শেষে সেখানেই তার দাফন সম্পন্ন হবে।
প্রসঙ্গত, চট্টগ্রামের তীর্যক নাট্যদলের মাধ্যমে অভিনয়ের হাতেখড়ি হয়েছিল শাহবাজ সানীর। তারপর নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটকের মাধ্যমে শোবিজে পা রাখেন তিনি। ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে প্রথমবার প্রধান চরিত্রে অভিনয় করেন। তাঁর অভিনীত জনপ্রিয় নাটকের মধ্যে ‘চরের মাস্টার’, ‘বিফলে মূল্য ফেরত’, ‘ট্রাভেল শো’, ‘মহব্বত’ প্রভৃতি উল্লেখযোগ্য।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
































