শবে বরাত, ফাল্গুন, বিশ্বভালোবাসা দিবসে বিশেষ বার্তা শাবনূরের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ১১:৪৭ এএম
শবে বরাত, ফাল্গুন, বিশ্বভালোবাসা দিবসে বিশেষ বার্তা শাবনূরের
চিত্রনায়িকা শাবনূর। ছবি: ফেসবুক থেকে

পবিত্র শবে বরাত, বিশ্বভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন এবার পড়েছে একই দিনে। একই দিনে ৩টি দিবস হওয়ায় বেশ আনন্দিত ঢাকাই সিনেমার এক সময়ের নন্দিত নায়িকা শাবনূর। এ দিবস ৩টি নিয়ে তিনি তার ভক্ত-অনুরাগীদেরও মনে করেছেন। সেই সঙ্গে সবার উদ্দেশ্যে শবে বরাত, পহেলা ফাল্গুন ও বিশ্বভালোবাসা দিবস উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাল রঙের পোশাক পরা তিনটি ছবি আপলোড করেন শাবনূর। ক্যাপশনে লেখেন, ‘আজ পবিত্র শাবান মাসের মহিমান্বিত ও বরকতময় রাত, ‘শবে বরাত’।

এ রাতে মহান আল্লাহর রহমত ও বরকত কামনা করছি। হে আল্লাহ, আমাদের সবাইকে ক্ষমা করুন।’

পহেলা ফাল্গুন নিয়ে শাবনূর লেখেন, ‘আজ পহেলা ফাল্গুন, বসন্তের আগমন ঘটেছে। ফাল্গুনের বর্ণিল হাওয়ায় সবার জীবন ভরে উঠুক আনন্দে।

সবাইকে ফাল্গুনের শুভেচ্ছা ও ভালোবাসা।’ স্ট্যাটাসের শেষে শাবনূর তার ভক্তদের ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানান। লেখেন, ‘হ্যাপি ভ্যালেনটাইনস’।

প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন শাবনূরের। প্রথম ছবি ব্যর্থ হলেও পরে প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে জুটি গড়ে ব্যাপক সফলতা পান।

ক্যারিয়ারে রিয়াজ, শাকিল খান, ফেরদৌস,শাকিব খানসহ অনেক নায়কের সঙ্গে জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দেন।

Link copied!