‘কিং’ রূপে আবারো ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। গত এক বছরের বেশি সময় ধরে তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে নানা আলোচনা চলছে। এ সিনেমায় সহশিল্পী হিসেবে কাজ করছেন তার কন্যা সুহানা খান।
পরিচালক সিদ্ধার্থ আনন্দ এবং সুজয় ঘোষের সঙ্গে বহুবার বৈঠক করেছেন শাহরুখ। এজন্য এতদিন নিশ্চিত হওয়া যায়নি ‘কিং’ সিনেমা কে পরিচালনা করবেন। অবশেষে শাহরুখ নিজেই এ বিষয়ে মুখ খুললেন। এ-ও জানালেন, ‘কিং’ রূপে আবারো ফিরছেন তিনি।
দুবাইয়ের একটি অনুষ্ঠানে হাজির হয়ে শাহরুখ খান বলেন, “আমি এখন সিনেমাটির শুটিং করছি; আগামী কয়েক মাস তা চলবে। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুবই কঠোর। তিনি ‘পাঠান’ সিনেমাও নির্মাণ করেছেন। আমরা কী করছি, তা প্রকাশ করতে বারণ করেছেন তিনি। সুতরাং আমি কিছু বলতে পারছি না। তবে এটা নিশ্চিত করছি যে, এটা বিনোদনমূলক; আপনি এটা উপভোগ করবেন।”
নতুন সিনেমায় নিজের চরিত্রের বিষয়েও ইঙ্গিত দেন শাহরুখ। তার মতে, “এর আগে আমরা সিনেমার বেশ কিছু নাম দিয়েছিলাম। আমাদের কাছে যত ভালো নাম ছিল, সেসব ফুরিয়ে গেছে। শাহরুখ খানকে ‘কিং’ হিসেবে দেখা যাবে। যদিও এটা নিজেকে জাহির করা। যেহেতু আমরা দুবাইয়ে আছি, তারা সবাই জানেন, রাজা সবসময় রাজাই থাকেন। আমি কঠোর পরিশ্রম করছি। সিদ্ধার্থ ও তার টিম কঠোর পরিশ্রম করছেন। ইনশাআল্লাহ, আমরা বড় একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি।”
দীর্ঘ ৪ বছর পর ২০২৩ সালে রাজকীয়ভাবে বড় পর্দায় ফিরেন শাহরুখ খান। একই বছর তিনটি ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দেন তিনি। এগুলো হলো ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। এরপর শাহরুখের আর কোনো সিনেমা মুক্তি পায়নি। যার ফলে, প্রিয় তারকার নতুন সিনেমার জন্য মুখিয়ে আছেন ভক্ত-অনুরাগীরা। ‘কিং’ সিনেমা কবে মুক্তি পাবে সে বিষয়ে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি। তবে চলতি বছরে এটি মুক্তির সম্ভাবনা রয়েছে।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
































