ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী বাংলাদেশি ছবি ‘বলী: দ্য রেসলার’। সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল, যা ছিল দেশের সিনেমার জন্য উল্লেখযোগ্য পুরস্কারের একটি।
বাংলাদেশের বলীখেলাকে কেন্দ্র করেই সিনেমার গল্প। সেই সময় ‘বলী’ সিনেমাটি সম্পর্কে বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগের বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘ইকবাল হোসাইন চৌধুরীর “দ্য রেসলার” ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরিভাবে গল্প বলা হয়েছে।’
জানুয়ারিতে বসছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। দেশের সবচেয়ে বড় এই উৎসবের সমাপনী দিনে প্রদর্শিত হবে বুসান চলচ্চিত্র উৎসবে পুরস্কার জয়ী বাংলাদেশি ছবি ‘বলী: দ্য রেসলার’।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন্ন ঢাকা চলচ্চিত্র উৎসব শুরু হচ্ছে ১১ জানুয়ারি। উৎসবের সমাপনী দিন ১৯ জানুয়ারি। এদিনই উৎসবে দেখা যাবে ‘বলী’। সংবাদ বিজ্ঞপ্তিতে নির্মাতা ইকবাল হোসাইন চৌধুরীর ভাষ্যে বলা হয়, ‘এই সিনেমা চট্টগ্রামের বলীখেলার ঐতিহ্য ও উপকূলীয় মিথ বিশ্বের সামনে তুলে ধরার একটি চেষ্টা। ‘বলী’ ঘুরপথে খানিক দেরিতে হলেও দেশে যাচ্ছে, এটা আমার কাছে বিশাল ঘটনা।’
আর উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত যে “বলী: দ্য রেসলার” ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হচ্ছে। এই ছবিটি আমাদের দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং দৃঢ় মনোভাবের প্রতিনিধিত্বও করে।’
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহ-প্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন। প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপাড়ের এক খ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাঁকে। এ ছাড়া আরও অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
































