• ঢাকা
  • শনিবার, ০১ নভেম্বর, ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২, ৯ জমাদিউল আউয়াল ১৪৪৭

‘দেশের সংস্কৃতি থেকে কলকাতার আধিপত্য ভাঙতে হবে’


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ১১:৫১ এএম
‘দেশের সংস্কৃতি থেকে কলকাতার আধিপত্য ভাঙতে হবে’
মোস্তফা সরয়ার ফারুকী। ছবি: সংগৃহীত

দেশের সংস্কৃতি থেকে কলকাতার আধিপত্য ভাঙতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় জাদুঘরে ‘১৭তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠানে তিনি আরও বলেন,‘ শেখ হাসিনা সবাইকে পাশাপাশি কাজ করতে দেননি। সব খাতে বিভাজনের নীতি চালু রেখেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে যে কথা বলেছে, তাকেই দেশছাড়া অথবা গুম করেছেন। বিগত সময়ে দেশে কী ঘটেছে, সেটির বাস্তব চিত্র প্রকাশে কয়েকটি চলচ্চিত্র বানাব।

এদিকে এবারের উৎসবে ফিলিস্তিনি পরিচালক তারিকের ‘জু’, যুক্তরাষ্ট্রের শাকিব আসরারের ‘এ‌লিস ওয়েলকাম’ ও বাংলাদেশি পরিচালক শক্তি বণিকের ‘অন্তঋণ’ তিনটি আলাদা ক্যাটেগরিতে পুরস্কার জিতে নিয়েছে। গতকাল তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এতে অতিথি ছিলেন চিত্রশিল্পী ওয়াকিলুর রহমান ও সিটি ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান। চিত্রশিল্পী ওয়াকিলুর বলেন, সংস্কৃতিতে যুক্ত ব্যক্তিদের রাজনীতি বিষয়ে সচেতন থাকা উচিত। সংস্কৃতিতে রাজনীতি প্রবেশ করানো উচিত নয়।

Link copied!