প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেনের ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হতে যাচ্ছে তার কালজয়ী সিনেমা ‘ভাত দে’। ১৯৮৪ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ছবিটি। মুক্তির পর যেমন আলোচিত হয়েছিল সিনেমাটি তেমনি পেয়েছিল পুরস্কারও।
মুক্তির ওই বছরের শ্রেষ্ঠ চলচ্চিত্রের তকমার পাশাপাশি ৯ টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায় সিনেমাটি।
তুমুল জনপ্রিয় এই সিনেমাটির মুক্তির চার দশক পার করছে। পরিচালনার পাশাপাশি সিনেমাটির সংলাপ, চিত্রনাট্য করেছিলেন আমজাদ হোসেন। সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, রাজীব, আনোয়ার হোসেন, শিশুশিল্পী হিসেবে আঁখি আলমগীর।
কালজয়ী এই সিনেমার গল্পটি জরি নামের একজন গরিব বাউল শিল্পীকে ঘিরে। যে ছোটবেলায় অভাবের কারণে মাকে হারায়। অন্ধ বাউল বাবাকে নিয়ে ছোট বেলা থেকেই যার সংগ্রামী ও অতি অভাব অনটনের সংসার। জরি যখন বড় হয় একদিন তার বাবাও দুমুঠো ভাত যোগাড় করতে গিয়ে মারা যায়। এরপর থেকে সহায় সম্বলহীন এক অসহায় দরিদ্র `জরি`র অতি করুন কাহিনীর একটি সফল চিত্ররুপ ‘ভাত দে’ ছবিটি।
জানা গেছে, শুধু চার দশকই নয়, প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন এর ৬ষ্ট মৃত্যুবার্ষিকী উপলক্ষে চ্যানেল আইতে প্রচার হবে তার কালজয়ী চলচ্চিত্র ‘ভাত দে’।
চলচ্চিত্রটি আগামী ১৪ ডিসেম্বর শনিবার দুপুর ৩ টা ৫ মিনিটে দেখা যাবে চ্যানেল আই-এর পর্দায়।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
































