সৌদি আরবে আয়োজিত ‘ফিল্ম ক্রিটিসিজম কনফারেন্স-এফসিসি’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে বক্তব্য দেবেন দেশের চলচ্চিত্র সমালোচক, সাংবাদিক, লেখক বিধান রিবেরু। সম্মেলনের সিম্পোজিয়াম পর্বে বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন তিনি।
সৌদির সংস্কৃতি মন্ত্রণালয় ও ফিল্ম কমিশনের উদ্যোগে রিয়াদে চলচ্চিত্র সমালোচকদের নিয়ে এই সম্মেলন ৬ থেকে ১০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সৌদিতে আন্তর্জাতিক এ সম্মেলনে আমন্ত্রণ পাওয়া প্রসঙ্গে বিধান রিবেরু বলেন, “সৌদি আরবের সিনেমা ইন্ডিস্ট্রিতে এক নতুন যাত্রা শুরু হয়েছে। তারা সিনেমা নির্মাণ, প্রদর্শনসহ নানা রকম আয়োজন করছে। এফসিসিতে দ্বিতীয়বারের মতো হচ্ছে চলচ্চিত্র সমালোচনা নিয়ে এই আন্তর্জাতিক সম্মেলনটি। এবার আমাকে আমন্ত্রণ জানিয়েছে।”
চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন ও নিউ মিডিয়া নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখক, শিক্ষক ও সংশ্লিষ্টজনদের ভাবনাচিন্তা আদান-প্রদানের একটি আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে ২০২৩ সাল থেকে এফসিসির যাত্রা শুরু হয় বলে জানিয়েছেন বিধান রিবেরু।
২০২২ সালে ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে ফিপ্রেসি জুরি হয়ে ফ্রান্স গিয়েছিলেন বিধান রিবেরু। কান ছাড়াও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও তিনি ফিপ্রেসি জুরির দায়িত্ব পালন করেছেন।
ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ইফক্যাবের সহকারী মহাসচিবের দায়িত্ব পালন করেন। এ ছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগেও শিক্ষকতা করছেন রিবেরু।
চলচ্চিত্র বিষয়ে তার একাধিক বই ও প্রবন্ধ রয়েছে। তিনি ‘সিনেমা দর্শন’ নামের একটি লিটলম্যাগও সম্পাদনা করেন। তিনি কনভার্জেন্স মিডিয়া সংবাদ প্রকাশের সিইও।
 
                
              
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    
































