• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

১০ দিনের ধ্যান শেষে শুভর ভিডিও বার্তা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২, ০৫:৪৫ পিএম
১০ দিনের ধ্যান শেষে শুভর ভিডিও বার্তা!

অনেকদিন ধরে নিখোঁজ ছিলেন আরেফিন শুভ। ভারতে বঙ্গবন্ধুর আত্মজীবনী চলচ্চিত্রের কাজ শেষে নিখোঁজ হয়েছিলেন তিনি।এবার জানা গেল তার বর্তমান অবস্থান। তিনি এখেন নেপালে অবস্থান করছেন।জানা গেছে, তিনি বিগত ১০দিন ধরে তিনি নেপালের এক গুহায় ধ্যানে মগ্ন ছিলেন।

মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এক ভিডিওর মাধ্যমে জনসম্মুখে আসেন শুভ। ভিডিও বার্তায় তিনি জানান, নেপালে মেডিটেশন বা ধ্যান করছি। তাই টানা ১০দিন তিনি ধ্যানমগ্ন অবস্থায় কারও সঙ্গেই যোগাযোগ করতে পারেননি। এমনকি কারো সঙ্গে কথাও বলেননি। একান্ত নিজের মতো করে আত্মিক শান্তি খুঁজতেই আমার এই ধ্যান।

তিনি আরও বলেন, ‘নেপালের রাজধানী থেকে কিছুটা দূরে এক পাহাড়ি এলাকায় মেডিটেশন সেন্টার আছে। সেই সেন্টার থেকেই ভিডিওতে কথা বলছি। গত প্রায় দেড় বা পৌনে দুই বছর ধরে বঙ্গবন্ধুর বায়োপিক ‘মুজিব’ নিয়ে গভীর চিন্তায় শারীরিক ও মানসিকভাবে অনেকটা অস্থির ছিলাম। এরপর আপনারা জানেন, আমার মায়ের একটা সার্জারি করিয়ে মুম্বাই থেকে ফিরেছি দুই-তিন মাস হলো। এরপর আবার শুটিংয়ে বেশ দৌড়ঝাঁপে ছিলাম। তাই সবকিছু থেকে একটু বের হতে চেয়েছিলাম।’’

মেডিটেশনের ব্যাপারে তিনি আরও বলেন, ‘বিপাসনা মেডিটেশনের ব্যাপারে ছয়-সাত বছর ধরে জানি, কিন্তু হয়ে ওঠেনি। এটা ১০ দিনের একটা রেসিডেন্সিয়াল কোর্স। যেখানে সেন্টার সেখানে আবেদন করে ১০ দিন থাকতে হয়। এখানে কিছু নিয়ম-কানুন আছে। ১০ দিন আপনি কারও সঙ্গে কথা বলতে পারবেন না, এমনকি ইশারাতেও না। শুধু যারা শিক্ষক থাকবেন তাদের সঙ্গে কথা বলতে পারবেন। এই ব্যাপারটি বেশ কঠিন। আমি চেষ্টা করেছি মাত্র। আরও দুয়েক দিন নেপালে থেকে তারপর দেশে ফিরব।’ এছাড়াও তিনি আরও বেশ কিছু কথা বলেন।

এর আগে ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগালের ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করছেন আরেফিন শুভ। বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ অর্থায়নে নির্মিত হয়েছে সিনেমাটি। 

 

Link copied!