অবশেষে সেন্সর ছাড়পত্র পেয়েছে সাজ্জাদ খান পরিচালিত ‘সাহস’ সিনেমাটি। এর আগে অশ্লীল ও অসংলগ্ন সংলাপ থাকায় প্রথম দফায় ‘সাহস’ সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান আপিল করলে সেন্সর বোর্ড কারণ দেখিয়ে প্রদর্শন–অযোগ্য ঘোষণা করে। কাটছাঁট করে নির্মাতারা পরে আবার নতুন করে সিনেমাটি সেন্সরে জমা দিয়েছিলেন। গত মঙ্গলবার সিনেমাটি সেন্সর সনদ পেয়েছে।
সাজ্জাদ খান বলেন, “সেন্সর আগেই হয়ে গেছে, আজ (রোববার) সার্টিফিকেট হাতে পেয়েছি। সেন্সরবোর্ড যেসব দৃশ্যে আপত্তি জানিয়েছিল সেগুলো সংশোধন করে জমা দিয়েছিলাম। তবে সংশোধনের কারণে গল্প কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবে না। দর্শকরা পরিপূর্ণভাবে সিনেমাটি উপভোগ করতে পারবেন। গল্পে আমি যেটা বলতে চেয়েছি সেটা ঠিকভাবেই থাকবে।”
নির্মাতা আরও বলেন, “সিনেমায় আমি একজন নারীর ঘুরে দাঁড়ানোর গল্প দেখিয়েছি। সব বাধা পেছনে ফেলে যে এগিয়ে যায়।”
গত বছরের নভেম্বরে বাগেরহাটে হয় সাহস সিনেমার শুটিং। এতে অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিয়া হক অর্ষাসহ থিয়েটার রেপার্টরির ৩০ জনের বেশি তরুণ অভিনয়শিল্পী।