• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

সেদিন দ্বিতীয় বিয়ের শাড়ি পরেই ছবি দিয়েছিলেন মাহি!


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১, ০৩:০৭ পিএম
সেদিন দ্বিতীয় বিয়ের শাড়ি পরেই ছবি দিয়েছিলেন মাহি!

চিত্রনায়িকা মাহিয়া মাহির দ্বিতীয় বিয়ে নিয়ে রহস্য উন্মোচনের অনুঘটক হিসেবে একটি ‘শাড়ি’। গেল ১১ জুন তিনি মেহেদী রাঙা হাতে, কমলা রঙের কাতান শাড়ি আর নাকফুল পরে একটি ছবি পোস্ট করেন ফেসবুকে। সেই ছবির ক্যাপশনে লেখেন, “আমি তোমাকে গান, সিনেমা, সবখানে অনুভব করি। আলহামদুলিল্লাহ্‌।”

এই ছবি প্রকাশের পর গুঞ্জন চাউর হয়, ফের বিয়ের পিঁড়িতে বসেছেন মাহি। যদিও এখন অবধি তিনি এ বিষয়ে চুপ রয়েছেন। তবে সম্প্রতি সেই কমলা রঙের কাতান শাড়ি পরে পাঞ্জাবি পরহিত এক ব্যক্তির সঙ্গে হাসিমুখে প্রকাশ ছবি প্রমাণ করে, সেদিন ঘরোয়া পরিবেশে বিয়ে করেছিলেন বাংলা সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী।

সমীকরণ যদি মিলে যায় তাহলে জোর দিয়ে বলাই যায়, মাহি দ্বিতীয় বিয়ে করেছেন। তার স্বামীর নাম রাকিব সরকার। তিনি গাজীপুরে থাকেন। রাজনীতির সঙ্গে জড়িত।

ভালোবেসে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপুকে ২০১৬ সালে বিয়ে করেন মাহিয়া মাহি। চলতি বছরের ২৩ মে তিনি জানান, অপুর সঙ্গে আর থাকছেন না। তারা বিবাহ বিচ্ছেদ করছেন।

এদিকে কিছুদিন আগে মাহি জানিয়েছেন, ১৩ তারিখে সারপ্রাইজ দেবেন। নেটাগরিকদের ধারণা, দ্বিতীয় বিয়ের বিষয়ে সবকিছু খোলাসা করবেন তিনি। এখন দেখা যাক, মাহি কী সারপ্রাইজ দেন!

Link copied!