সুইসাইড নোট লিখে আত্মহত্যা করেছেন সৌজন্য নামের ভারতের এক অভিনেত্রী। সুইসাইড নোটে তিনি লিখেছেন, মানসিকভাবে ভেঙে পড়ায় আত্মহননের পথ বেছে নেন তিনি।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকালে সৌজন্যর নিজের ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভারতের বেঙ্গালুরুর শহরতলির একটি ফ্ল্যাট থাকতেন এ অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, সৌজন্যর অভিনেত্রীর ঘর থেকে চার পাতার একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। যেটি ইংরেজি এবং কন্নড় ভাষায় লেখা।
সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেন।
তিনি লিখেছেন, “আমার মৃত্যুর জন্য আমিই দায়ী… আমাকে ক্ষমা কোরো… আমি কথা দিয়েছিলাম জীবনে কখনো এমন বোকার মতো কাজ করব না। কিন্তু আমার আর কিছুই করার ছিল না। ভেতরে ভেতরে আমি শেষ হয়ে গিয়েছিলাম।”
২৫ বছর বয়েসী সৌজন্য কোড়াগু জেলার কুশালনগর থেকে অভিনয়ের জন্য বেঙ্গালুরে পাড়ি জমান। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে তাকে। ‘চৌকাটু’, ‘ফান’ নামের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এছাড়া বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এ অভিনেত্রী।