বিয়ে-শাদির খবরে সরগরম বলিউড। এক দিন আগেই খবর বেরিয়েছে, আসছে শীতে ভিকি কৌশলের গলায় মালা পরাবেন ক্যাটরিনা কাইফ। এবার শোনা গেল, ওই একই মৌসুমে বিয়ের পিঁড়িতে বসবেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গত বছরই সাত পাকে বাঁধা পড়ার কথা ছিল রণবীর-আলিয়ার। কিন্তু করোনা মহামারিতে সব থমকে গেছে। তবে এবার পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এ বছরই বিয়ের কাজটা সেরে ফেলতে চান তারা।
এদিকে রণবীরের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে মুখ খুলেছেন আলিয়ার মা সোনি রাজদান। তার মতে, এখনো সময় আছে, ভবিষ্যতে কোনো একদিন বিয়েটা হবে। একটি সংবাদমাধ্যমের কাছে তিনি বলেন, “আমিও জানি না বিয়েটা কবে হবে। আমি নিজেই কিছু খবরের জন্য অপেক্ষা করছি।”
এর আগে ক্যাটরিনা কাইফের সঙ্গে সম্পর্কে ছিলেন রণবীর। তারও আগে দীপিকা পাড়ুকোনের সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন তিনি। একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ায় রণবীরকে কেউ কেউ ‘প্লে-বয়’ বলে খোঁচা দিয়ে থাকেন। অন্যদিকে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে প্রেম ছিল আলিয়ার। যদিও সেটা ক্যারিয়ারের প্রথম দিকে। সে সম্পর্ক পেছনে আলিয়া এখন রণবীরের ঘরনি হতে প্রস্তুতি নিচ্ছেন।