• ঢাকা
  • শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫, ৩ মাঘ ১৪৩০, ১৮ রজব ১৪৪৬

রাফার বিয়েতে গাইলেন অসুস্থ সুমন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১, ০৩:২৭ পিএম
রাফার বিয়েতে গাইলেন অসুস্থ সুমন

ক্যানসারের সঙ্গে অর্থহীন ব্যান্ডের লড়াইটা দীর্ঘ দিনের। এখনো সফল যোদ্ধা নন তিনি। তার কথায়, তিনি মরতে মরতে বেঁচে আছেন। সম্প্রতি ব্যাংকক ও দুবাইয়ে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন সুমন। দেশে ফিরেই হাতে তুলে নিলেন গিটার। গাইলেন গান।

অর্থহীন ব্যান্ডের প্রাক্তন সদস্য রাফা। গেল শুক্রবার (২৭ আগস্ট) তার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিয়েছেন বেজ বাবা খ্যাত সুমন। শুধু তাই নয়, অর্থহীন ব্যান্ডের গিটারিস্ট শিশিরকে নিয়ে ‘অদ্ভুত সেই ছেলেটি’ শিরোনামের গান পরিবেশন করেন। রাফার ধানমন্ডির বাসার ছাদে আয়োজিত সেই অনুষ্ঠানে বিভিন্ন ব্যান্ডের সদস্যরা উপস্থিত ছিলেন।

রাফা বলেন, “সুমন ভাই আমার ফ্যামিলি মেম্বার। আমি বিয়ে করবো আর আমার বড় ভাই আসবে না, এটা তো অসম্ভব। আমি নিশ্চিত ছিলাম যে আমার বিয়েতে সুমন ভাই আসবেনই এবং তিনি এসেছেন। গান গেয়েও মাতিয়ে দিয়েছেন। আমি তাকে পেয়ে খুব খুব আনন্দিত। সুমন ভাইকে দেখে আমি নষ্টালজিক হয়ে পড়ি। মনে হচ্ছিলো আমি আবার ছোট বেলায় ফিরে গিয়েছি।”

এসময় রাফা আরও বলেন, “আমি অর্থহীন ছেড়েছি ছয় বছর হয়। তবে আমাদের সম্পর্ক আগের মতোই পরিপূর্ণ। তাই আগে যেমন হুটহাট প্ল্যান করে আমরা গান তৈরি করতাম হয়তো সামনেও এক সাথে এমন কিছু করতে পারি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে বেস বাবার গান করার ভিডিওটি ভাইরাল হয়েছে। ভিডিওতে সুমনের সঙ্গে শিশির এবং রাফাকে এক সাথে গান গাইতে দেখা যায়।

এদিকে রাফার বিয়ের বিষয়ে জানা যায়, স্ত্রী সামিরা কালিম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় ডিগ্রি নিয়ে কানাডার একটি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিক ডিজাইনের ওপর পড়াশোনা করছেন। দেশটির টরন্টোতে থাকেন তিনি। সামিরা যুক্তরাষ্ট্রভিত্তিক একটি প্রতিষ্ঠানের কানাডা অফিসের গ্রাহকসেবা প্রতিনিধি হিসেবেও কর্মরত আছেন।

Link copied!