• ঢাকা
  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক ১৪৩২, ২৫ রবিউস সানি ১৪৪৭

‘ফেরাউনের বংশধরেরা এখনও বাংলাদেশে আছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২২, ০৭:১২ পিএম
‘ফেরাউনের বংশধরেরা এখনও বাংলাদেশে আছে’

পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তীর্যক মন্তব্যে একটি পোস্ট শেয়ার করেছেন ঢাকাই চলচ্চিত্রের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানি।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ফেসবুকে দেয়া পোস্টে ওরম সানি লেখেন, ‘ফেরাউনের প্রথম ব্যবসা ছিল তরমুজের। ফেরাউন তরমুজ পিস হিসেবে কিনে এনে দাঁড়িপাল্লায় মেপে বিক্রি করতেন। মেপে অনেক দামে বিক্রি করার কারণে সেই সময় সাধারণ মানুষ তরমুজ কিনে খেতে পারতেন না।

আজ থেকে তিন হাজার বছর আগে ফেরাউন ঠিকই মারা গেছে। কিন্তু ফেরাউনের কিছু বংশধর বাংলাদেশে এখনো আছে।

তারা রমজান আসলে সব ধরনের পণ্যসামগ্রীর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ এদের হেদায়েত দান করুন। আমিন।’

তিনি কেজি দরে তরমুজ না কেনার জন্য মানুষের প্রতি আহ্বান জানান।

এর আগে বুধবার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া আরেকটি পোস্টে তিনি শ্রীলঙ্কার বর্তমান সংকটকে তুলে ধরে বাংলাদেশের বর্তমান দ্রব্যমূল্যের উর্দ্ধগতির বিষয়টির প্রতিবাদ করেন।

সেখানে তিনি বলেন, “এ দেশ শ্রীলঙ্কা হতে আর কত কিলোমিটার বাকি! (আল্লাহ না করুক)!”

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!