• ঢাকা
  • মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৬

প্রেমিক পুরুষ রিয়াজ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ২৪, ২০২১, ০২:৫৬ পিএম
প্রেমিক পুরুষ রিয়াজ

সিনেমায় নিয়মিত নন চিত্রনায়ক রিয়াজ। তবে উৎসবকেন্দ্রিক নাটকে বা টেলিছবিতে অভিনয় করতে দেখা যায় তাকে। সেই ধারাবাহিকতায় আসছে কোরবানির ঈদের জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’। এটি পরিচালনা করছেন এসএহক অলিক।  

২২ জুন থেকে পুরান ঢাকায় নাটকটির কাজ করছেন তিনি। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন রিয়াজ। তার নায়িকা সারিকা সাবরিন।

পরিচালক জানান, নাটকটির গল্প এমন রিয়াজ যাদের সঙ্গে প্রেম করে তাদের সঙ্গে কোনো না কোনো কারণে একপর্যায়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর তার কাছে ১৩ সংখ্যাটা আনলাকি। ১৩ বছর বয়সে সে একবার বুড়িগঙ্গা নদীতে ডুবে গিয়েছিল। ১৩তম প্রেমটা তার টেকে না। এভাবে একপর্যায়ে রিয়াজ চিন্তা করেন প্রথম যে প্রেমটা করেছিলেন সেটাই ঠিক ছিল। বাকিগুলো ভুল ছিল। সেই প্রেমের খোঁজ করেন তিনি।

Link copied!