জয়া আহসানের পশুপ্রেম সম্পর্কে কারও অজানা নয়। কোথাও কোনো অবলা পশু মারা গেলে কিংবা কেউ নির্যাতন করলে প্রতিবাদে সরব হয়ে ওঠেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী। আর তার এই পশুপ্রেমের জন্য পুরস্কার দেবে দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)।
সোমবার বিজয়ীদের নাম ঘোষণা করেছে ‘পাও’। প্রাণীদের ভালোবাসেন, সহযোগিতা করেন, এমন ১০ জনকে দেওয়া হচ্ছে সম্মাননা।
জয়া আহসান বলেন, “আমি পুরস্কৃত হচ্ছি, আনন্দটি মোটেও সে জন্য নয়। বরং আনন্দ হচ্ছে, অসাধারণ এই উদ্যোগটির জন্য। এটা প্রাণীপ্রেমীদের মনে উৎসাহ জোগাবে। প্রাণবিক মানুষ তৈরিতে বড় ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস।”
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ‘পাও’ বলেছে, “অনেক মানুষ পশুদের সুন্দর জীবনের জন্য কাজ করছেন। তাদের মধ্যে অনেকেই লাইমলাইট থেকে দূরে সরে থাকেন। আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। পশু কল্যাণে তাদের অংশগ্রহণ ও অবদানের জন্যই এ পুরস্কার।”
পুরস্কার ঘোষণা করা হলেও আগামী নভেম্বরে বিজয়ীদের হাতে তা তুলে দেওয়া হবে। সেখানে জয়া আহসান ছাড়া রয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামও।