• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২, ২৫ রবিউস সানি ১৪৪৭

পরীমনির বিষয়ে সিদ্ধান্ত কার্যনির্বাহী সভায়: মিশা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ১২:০৭ পিএম
পরীমনির বিষয়ে সিদ্ধান্ত কার্যনির্বাহী সভায়: মিশা

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের গ্রেপ্তার হওয়ায় চিত্রনায়িকা পরীমনির সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করেছিলন চলচ্চিত্র শিল্পী সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছিল, কোনো শিল্পীর ব্যক্তিগত অপরাধের দায়ভার শিল্পী সমিতি নেবে না।

পরীমনি এখন জামিনে আছেন। ২৭ দিন পর তিনি কাশিমপুর কারাগার থেকে ১ সেপ্টেম্বর বাসায় ফিরেছেন। জামিনে মুক্তির পর পরীমনির বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেবে শিল্পী সমিতি—এমনটাই জানিয়েছেন সংগঠনটির সভাপতি মিশা সওদাগর।

মিশা বলেন, “আমরা কার্যনির্বাহী কমিটি যেভাবে সভা করে পরীমনির সদস্যপদ সাময়িক স্থগিত করেছিলাম, একইভাবে কার্যনির্বাহী কমিটি সভা করে পরবর্তী সিদ্ধান্ত নেবে।”

তিনি আরও বলেন, “আমরা সমিতির পক্ষ থেকে তাকে আত্মপক্ষ সমর্থন করার জন্য একটি চিঠি দিয়েছিলাম। সে চিঠির উত্তর পাইনি। তবে ওসব চিঠি ব্যাপার না, তিনি ভালোভাবে ফিরে আসুক, এটাই আমাদের চাওয়া। তাছাড়া আমরা সেই সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিলাম, তার শুটিং করতে কোনো বাধা নেই।”

তবে কার্যনির্বাহী কমিটির সভা কবে হবে, তা জানাতে পারেননি মিশা সওদাগর। জানালেন, শিগগিরই সভা অনুষ্ঠিত হবে।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!