• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

নয়নতারা নয়, শাহরুখের বিপরীতে সামান্থা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২১, ০১:৩৫ পিএম
নয়নতারা নয়, শাহরুখের বিপরীতে সামান্থা

ক্যারিয়ারটা ভালো যাচ্ছে না বলিউড বাদশাহ শাহরুখ খানের। ২০১৮ সালে তার সবশেষ ছবি ‘জিরো’ মুক্তি পায়। ছবিটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হয়। এরপর প্রায় আড়াই বছর বড় পর্দায় দেখা নেই এই অভিনেতার।

এদিকে ক্যারিয়ারের এই খারপ সময়ে ছেলে আরিয়ান খান মাদক মামলায় গ্রেপ্তার হওয়ায় বিপাকে পড়েছেন তিনি। ছেলেকে ছাড়াতে দৌড়ঝাঁপ করতে দিন-রাত। ফলে এর প্রভাব পড়েছে ক্যারিয়ারে। হাতে থাকা সিনেমার শুটিং স্থগিত রেখেছেন তিনি।

দক্ষিণি পরিচালক অ্যাটলি কুমারের ‘লায়ন’ ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন শাহরুখ। সিনেমার কিছু অংশের কাজও করেছিলেন তিনি। তবে এখন বন্ধ আছে। এই সিনেমায় শাহরুখের বিপরীতে অভিনয়ের কথা ছিল দক্ষিণের কলজে কাঁপানো নায়িকা নয়নতারার। শুটিংয়ের জন্য শিডিউলও রেখেছিলেন তিনি। তবে ভারতীয় গণমাধ্যমগুলোর সবশেষ খবর অনুযায়ী, এই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, এই সিনেমার জন্য অক্টোবর ও নভেম্বর মাসের নির্দিষ্ট কয়েকটি দিন রেখেছিলেন নয়নতারা। কিন্তু শাহরুখ শুটিং পিছিয়ে দেওয়ায় সমস্যায় পড়েছেন অভিনেত্রী। বাকি দিনে তার অন্যান্য কাজ থাকার কারণে বাধ্য হয়েই নাকি এই সিনেমা থেকে সরে দাঁড়ালেন নয়নতারা। যদিও শাহরুখ ছাড়া বাকি অভিনেতাদের নিয়ে সিনেমাটির শুটিং চলছে।

শোনা যাচ্ছে, নয়নতারার পরিবর্তে শাহরুখের বিপরীতে দেখা যাবে সামান্থা রুথ প্রভুকে। যদিও এ বিষয়ে এখনো মুখ খোলেননি সামান্থা বা সিনেমার পরিচালক।

Link copied!