• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন ১৪৩২, ২৪ রবিউস সানি ১৪৪৭

নতুন লুকে আগুন ঝরাচ্ছে জয়া আহসান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২২, ০৮:২৬ পিএম
নতুন লুকে আগুন ঝরাচ্ছে জয়া আহসান

জয়া আহসান এই নামটি এখন বেশ পরিচিত। এক সময় এপার বাংলা অর্থাৎ বাংলাদেশে তার কাজ সীমাবদ্ধ থাকলেও এখন তিনি এপার বাংলার গণ্ডি পেরিয়ে কাজ করছেন ওপার বাংলাতেও। অভিনেত্রীর বয়স এখন ৩৯। তবে দেখে বোঝার উপায় নেই। জয়ার বয়স যত বাড়ছে সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার গ্লেমার।

এই বয়সে এমন ফিটনেস কিংবা গ্লেমার যাই বলা হউক তা ধরে রাখতে দেখা যায়না বাংলাদেশের কোন অভিনেত্রীকে। তাই জয়ার এই ফিটনেস স্বাভাবিক ভাবেই বেশ আলোচনার জন্ম দেয় বরাবরই। এবারও হয়নি তার ব্যতিক্রম। আবারও তার নতুন ফিটনেস নিয়ে আলোচনায় এসেছেন জয়া।

 

আজ সোমবার (২২ আগস্ট) দুপুরে জয়া তার ভেরিফায়েড ফেসবুক পেইজে কয়েকটি ছবি পোস্ট করেন। ছবিতে তাকে দেখা যাচ্ছে কালো রঙের পোশাকে ও কালো প্যান্টে। উপরে ধূসর রঙের একটি পাতলা শার্ট টাইপের পোশাক পড়েছেন এই অভিনেত্রী। রঙিন ও মোহনীয় কোকঁড়া চুলে ক্যামেরার সামনে তাঁর উপস্থিতি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা একের পর এক মন্তব্য করে নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন।

একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘গরম আর লোডশেডিংয়ে এমনিতেই থাকতে পারছিনা! তার ওপর আবার আরও গরমের ছবি! শীতকালের জন্য কিছু রাখেন ‘‘আপা’’!’

অপর একজন নারী ভক্ত লিখেছেন, ‘আগুন! পুরাই আগুন! এত সুন্দর মেইনটেইন করেছেন নিজেকে!’

অন্য একজন লিখেছেন, ‘এজন্যই আজকের তাপমাত্রা এত গরম!’

এতো প্রশংসার ভিড়েও নেতিবাচক মন্তব্যও দেখা গেছে। তবে নেতিবাচক কথা যাই বলুক, জয়া তার আকর্ষনীয় লুকে মন মাতিয়ে দিয়েছেন তার ভক্ত, অনুরাগী ও শুভাকাঙ্খীদের। এতে কোনও সন্দেহ নেই।

বিনোদন বিভাগের আরো খবর

Link copied!