• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৭ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

নতুন বিজ্ঞাপনচিত্রে নুসরাত ফারিয়া, পরিচালক ফারুকী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৪:২০ পিএম
নতুন বিজ্ঞাপনচিত্রে নুসরাত ফারিয়া, পরিচালক ফারুকী

দেশের খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় কাজ করছেন নুসরাত ফারিয়া। তবে কোনো সিনেমা বা ওয়েব সিরিজে নয়, অনলাইনভিত্তিক নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরবরাহকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রে কাজ করছেন তারা।

এ বিষয়ে নুসরাত ফারিয়া বলেন, “দীর্ঘ দিন পর ফারুকী ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে ভালো লাগছে। এই বিজ্ঞাপনের ভাবনা, আয়োজন চমৎকার। আশা করছি দর্শকদের দারুণ লাগবে।”

করোনা মহামারির কারণে অনেক দিন ধরেই সিনেমার কাজ করেননি ফারিয়া। লকডাউন উঠে যাওয়ার পর পুনরায় লাইট-ক্যামেরার সামনে ফিরেছেন তিনি। কিছু দিন আগে দেশসেরা নায়ক শাকিব খানের সঙ্গে একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন এ নায়িকা। শিগগিরই তিনি কলকাতার ‘বিবাহ অভিযান ২’ সিনেমার শুটিংয়ের জন্য উড়াল দেবেন বলে শোনা যাচ্ছে।

নুসরাত ফারিয়াকে সর্বশেষ দেখা গিয়েছে ‘শাহেনশাহ’ সিনেমায়। যেটি নির্মাণ করেছিলেন শামীম আহমেদ রনি। এতে তার নায়ক ছিলেন শাকিব খান। সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে।

Link copied!