দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসলেন ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী নাফিজা জাহান। বর আমেরিকা প্রবাসী রাজীব হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই খবরটি নিশ্চিত করেন তিনি। নতুন স্বামীর সঙ্গে একটি ছবি প্রকাশ করে নাফিজা লিখেছেন— “দ্বিতীয় বিবাহ জগতে এইটাই প্রথম না।”
২০১৫ সালে সংগীতশিল্পী এস আই টুটুল ও অভিনেত্রী তানিয়া আহমেদের ভাগনে দীপকে বিয়ে করে যুক্তরাষ্ট্রে বসবাস শুরু করেন তিনি। সম্পর্কটি ভেঙে যাওয়ার পর নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করছেন তিনি। তবে, নিজের দ্বিতীয় বিয়ের খবর প্রকাশ করতে গিয়েও প্রথম সংসারের স্মৃতি তাকে তাড়িয়েছে।
তিনি লিখেছেন, পূর্বের সংসারে দীর্ঘ সময় পূর্ব থেকে ভংঙ্গুর সম্পর্ক টিকিয়ে রাখার জন্য আমার পক্ষের প্রচেষ্টা কেউ দেখতে পায়নি। আমার প্রতিদিনের সকালের শুরুটাও কেউ দেখেনি, আর সারাদিনের অক্লান্ত পরিশ্রম শেষে গভীর রাতে ঘুমাতে যাওয়ার দৃশ্যটাও কেউ দেখেনি।
সমালোচকদের প্রসঙ্গ টেনে নাফিজা লেখেন, “সবকিছু সবাই দেখতে পায় না, এমনকি আমরা ইচ্ছা করেও সব কিছু প্রকাশ্যে আনিনা সমাজের লোকেদের মন্তব্যের ভয়ে। বেঁচে থাকার জন্য সবাই সংগ্রাম করে আর আমিও ব্যতিক্রম নই। সুতরাং যারা সবার বেলায় মনগড়া মন্তব্য করেন তারা আমার স্থানে নিজেকে বসিয়ে একবার চিন্তা করবেন আশা রাখি।”
বিয়ের খবর প্রকাশে নাফিজাকে শুভেচ্ছা জানিয়েছেন দেশে বসবাসকারী সতীর্থ তারকারা। তারা সমালোচকদের ভয় না পেয়ে নিজের জীবন নিয়ে নাফিজাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা ও সাহস জুগিয়েছেন তাতে। লাক্স-চ্যানেল আইর মাধ্যমে ২০০৬ সালে মিডিয়ায় প্রবেশ করেন মডেল ও অভিনেত্রী নাফিজা জাহান।