একদিন পরেই (১৬ আগস্ট) ৫১ বছরে পা দেবেন বলিউড তারকা সাইফ আলি খান। বিশেষ এই দিনটি বিশেষভাবে উদযাপন করতে স্ত্রী কারিনা কাপুর খান ও দুই ছেলে তৈমুর আলি খান এবং জেহকে নিয়ে মালদ্বীপ ভ্রমণে গিয়েছেন বলিউডের এই অভিনেতা। শনিবার (১৪ আগস্ট) ব্যক্তিগত জেটে চড়ে মালদ্বীপে গিয়েছেন এই তারকা দম্পতি। সাইফ-কারিনার দম্পতির ছোট ছেলে জেহর এটিই হতে যাচ্ছে প্রথম বিদেশ ভ্রমণ।
ভারতীয় একাধিক গণমাধ্যমের খবর, এই বছরের জন্মদিনটা একান্তে পরিবারের সঙ্গেই কাটাতে চান সাইফ। মালদ্বীপের নির্জন কোনো প্রাইভেট বিচে নিজের জন্মদিন পালন করবেন তিনি। নিজেদের কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটাতে ছুটি উপভোগ করার জন্য সৈকত নগরী মালদ্বীপকেই বেছে নিয়েছেন তিনি।
আরও জানা গেছে সাইফের ‘ফ্যামিলি ভ্যাকেশনের ক্ষেত্রে পুরো পরিকল্পনাই করে থাকেন কারিনা। তাদের ‘ফ্যামিলি ট্র্যাভেল টাইম’ যাতে আরো আনন্দমুখর হয়ে ওঠে তার জন্য বহু আগে থেকেই পুরো ব্যাপারটাই ছকে রাখেন বেবো।