• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

দীপার ব্যস্ততা নাটক ও উপস্থাপনায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৪:৫৪ পিএম
দীপার ব্যস্ততা নাটক ও উপস্থাপনায়

শোক দিবসের নাটকে অভিনয় করলেন দীপা খন্দকার। নাটকের নাম ‘দশটি কফি ও ইফরানের গল্প’। এটি রচনা করেছেন ইকবাল খোরশেদ। নাটকটি বিটিভির নিজস্ব প্রযোজনায় নির্মিত হচ্ছে। আগামী ৭ আগস্ট এ নাটকের শুটিংয়ে অংশ নিবেন দীপা। 

নাটক প্রসঙ্গে তিনি বলেন, “আমি এ নাটকের গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছি। এরইমধ্যে আমার কাছে স্ক্রিপ্ট এসেছে। নাটকটির গল্প এবং প্রত্যেকটি চরিত্রের বর্ণনা ভীষণ ভালো লেগেছে। যদি সবকিছু ঠিকভাবে সম্পন্ন হয় তবে একটি ভালো কাজ হবে বলে আমার বিশ্বাস। এখন শুধু সময়ের অপেক্ষা।” 

নাটকের শুটিং শেষে মাছরাঙা টিভিতে প্রচারিত চলতি ধারাবাহিক নাটক ‘বাকের খনি’র শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে প্রায় পাঁচ বছর পর আবারো উপস্থাপনায় ফিরেছিলেন দীপা। নাগরিক টিভির ‘রান্নার এক্সপার্ট’ নামক একটি অনুষ্ঠানের উপস্থাপনার মধ্যদিয়ে আবারও বিরতির পর উপস্থাপনা করেছেন তিনি। পাশাপাশি তিনি সাইফুল ইসলাম মান্নুর পরিচালনায় শেষ করেছেন ‘পায়ের ছাপ’ নামে একটি ছবির কাজ।

Link copied!