• ঢাকা
  • শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, ৬ চৈত্র ১৪৩০, ২০ রমজান ১৪৪৬

তোমার মধ্যে বেঁচে থাকব আরও বহুকাল: শাকিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২১, ০১:৪৫ পিএম
তোমার মধ্যে বেঁচে থাকব আরও বহুকাল: শাকিব
শাকিব খান ও তার ছেলে আব্রাহাম খান জয়

অপু বিশ্বাসের সঙ্গে দূরত্ব থাকলেও ছেলে আব্রাহাম খান জয়ের পঞ্চম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ছেলের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করলেন ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান হিরো শাকিব খান।

সোমবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে শাকিব তার ভেরিফায়েড ফেসবুকে পেজে আব্রাহাম খানের সঙ্গে একটি ছবি শেয়ার করে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন—

পৃথিবীর প্রায় সবকিছুর শেষ আছে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসার কোনো শেষ নেই। কারণ, তুমি আমার কাছে সৃষ্টিকর্তা প্রদত্ত অমূল্য উপহার। শুধু জন্মদিনে নয়, তোমার জন্য আমার কাছে প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তোমার সুন্দর ভবিষ্যতের জন্য যা কিছু কল্যাণকর সব সময় পুরোটা দেওয়ার চেষ্টা করেছি। তোমার সঙ্গে আমি সব সময় ছিলাম, আছি এবং আগামীতেও থাকব ইনশা আল্লাহ। বেঁচে থাকার পূর্ণ সার্থকতা অর্জন করো। ছাড়িয়ে যাও আমার সব স্বপ্নের সীমানা। জীবনে সাফল্যের সব ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকো। বিশ্বাস করি, যেদিন আমি থাকব না সেদিন তোমার মধ্যে বেঁচে থাকব আরও বহুকাল। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ জন্মদিন আব্রাহাম খান জয়।

শাকিব খান ও অপু বিশ্বাস

শাকিব খান ২০০৮ সালের ১৮ এপ্রিল গুলশানের বাড়িতে কঠোর গোপনীয়তায় নিজের সর্বাধিক সিনেমার নায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেন। প্রায় ১০ বছর পর এক সন্তানের খবরের সঙ্গে নিজেদের বিয়ের খবর গণমাধ্যমে নিয়ে আসেন অপু। এসব কারণে ২০১৭ সালের ২২ নভেম্বর শাকিব বিচ্ছেদের জন্য আবেদন করেন। ২০১৮ সালের ২২ ফেব্রুয়ারি এই দম্পতির বিচ্ছেদ হয়। শাকিব-অপুর ১০ বছরের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। বিচ্ছেদের পর থেকে জয় মায়ের সঙ্গে থাকে। পড়াশোনা করে ঢাকা ইন্টারন্যাশনাল স্কুলে।

Link copied!