• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৭ মাঘ ১৪৩০, ২২ রজব ১৪৪৬

ডিজনির বিরুদ্ধে স্কারলেটের মামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৪:০৫ পিএম
ডিজনির বিরুদ্ধে স্কারলেটের মামলা

বহুল প্রতীক্ষিত মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’ সিনেমা মুক্তি পেয়েছে গেল ৯ জুলাই। ছবিটি একই দিনে সিনেমা হল এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘ডিজনি প্লাস’-এ মুক্তি পেয়েছে। কিন্তু একই দিনে ওটিটিতে সিনেমাটি মুক্তি পাওয়ায় খুশি নন ছবির নাম-ভূমিকার অভিনেত্রী স্কারলেট জোহানসন। তাই বৃহস্পতিবার (২৯ জুলাই) ডিজনি প্লাসের বিরুদ্ধে মামলা করেছেন অভিনেত্রী। 

Scarlett Johansson criticises Black Widow's 'hyper-sexualisation' in Iron  Man 2 - BBC News

আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উচ্চ আদালতে রয়েছে মামলাটি। জোহানসনের মূল অভিযোগ, মার্ভেলের সঙ্গে তার চুক্তি ছিল ছবিটি প্রথমে শুধু সিনেমা হলেই মুক্তি দেওয়া হবে। মামলার অভিযোগনামায় বলা হয়েছে, একই দিন ডিজনি প্লাসে মুক্তির মাধ্যমে বাদীকে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হয়েছে।

Watch Black Widow | Full Movie | Disney+

তবে এক বিবৃতিতে জোহানসনের দাবি নাকচ করে দিয়েছে ডিজনি প্লাস। মামলাটিকে ‘ভিত্তিহীন’ অ্যাখ্যা দিয়ে প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে বলেছে, “কভিড-১৯ অতিমারি বিশ্বজুড়ে যখন দীর্ঘায়িত হচ্ছে, এর প্রভাব যখন আরো ভয়াবহ হচ্ছে তখন এই মামলা দুঃখজনক ও উদ্বেগজনক। ‘ব্ল্যাক উইডো’র ওটিটি মুক্তি সম্পর্কে তিনি আগে থেকেই অবগত ছিলেন। ওটিটি তার জন্য বাড়তি আয়েরও পথ করে দিয়েছে। এখন পর্যন্ত তাকে দুই কোটি ডলার পারিশ্রমিকও বুঝিয়ে দেওয়া হয়েছে।”

এর আগে ২৮ মে একই সঙ্গে প্রেক্ষাগৃহ ও ডিজনি প্লাস-এ মুক্তি পেয়েছিল এমা স্টোনের ‘ক্রয়েলা’। অভিনেত্রী অবশ্য এ নিয়ে আপত্তি করেননি।

Link copied!