• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

অমিতাভের ডুপ্লেক্স ভাড়া নিলেন কৃতি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২১, ০২:৪৭ পিএম
অমিতাভের ডুপ্লেক্স ভাড়া নিলেন কৃতি

অমিতাভ বচ্চনের ভাড়াটিয়া হলেন কৃতি শ্যানন। নিজের ডুপ্লেক্স বাড়ি কৃতিকে ভাড়া দিয়েছেন বিগ- বি অমিতাভ বচ্চন। মুম্বাইয়ের আন্ধেরিতে অবস্থিত ডুপ্লেক্স বাড়িটিতে ভাড়া থাকতে এর মালিক অমিতাভ বচ্চনকে প্রতি মাসে ১০ লাখ রুপি ভাড়া দিতে হবে কৃতির। বাংলাদেশি টাকায় এর পরিমাণ প্রায় সাড়ে ১১ লাখের মতো।

ভারতীয় শোবিজভিত্তিক গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, বহুতল ভবনের ২৭ ও ২৮ তলা নিয়ে অমিতাভ বচ্চনের ওই ডুপ্লেক্স বাড়ি। দুই বছরের জন্য এটি ভাড়া নিয়েছেন ‘মিমি’খ্যাত এই অভিনেত্রী। এজন্য সিকিউরিটি ডিপোজিট বাবদ দিয়েছেন ৬০ লাখ রুপি।

এদিকে গত মার্চে কৃতির একটি ছবিতে রিয়াক্ট করে আলোচনায় এসেছিলেন অমিতাভ বচ্চন। খোলা চুল আর অফ শোল্ডারে ম্যাক্সি ড্রেসের এই ছবিতে বেশ আকর্ষণীয় দেখাচ্ছিল কৃতিকে। বলিউড তারকাদের অনেকেই কৃতির ছবিতে মন্তব্য করেন। তবে সবাইকে ছাপিয়ে গেছেন অমিতাভ। কৃতির ছবিতে বিশেষ কিছুই লেখেননি তিনি। একটি হার্ট ইমোজির পাশাপাশি লেখেন, ‘ওয়াও’। তাতেই শুরু হয় আলোচনা।

বর্তমানে কৃতির ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। ‘আদিপুরুষ’, ‘বচ্চন পান্ডে’, ‘বেধিয়া’, ‘গণপথ’ সিনেমায় দেখা যাবে তাকে। এছাড়া কার্তিক আরিয়ানের সঙ্গে ‘শেহজাদা’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন কৃতি। এর আগে ‘লুকাচুপি’ সিনেমায় এই জুটিকে দেখা গেছে।

এ ছাড়া নিজেদের আরও একটি বাড়ি রাষ্ট্রায়ত্ত ব্যাংককে লিজ দিয়েছেন অমিতাভ এবং তার ছেলে অভিষেক বচ্চন। জুহুর সেই বাড়ির মেঝের পরিমাপ ৩১৫০ বর্গফুট। পাঁচ বছর অন্তর সেই বাড়ির ভাড়া বাড়ে ২৫ শতাংশ করে। ১৫ বছরের জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংককে সেই বাড়ি ভাড়া দিয়েছে বচ্চন পরিবার।

বলিউড তারকাদের মধ্যে বাড়ি ভাড়া নেওয়া-দেওয়ার রীতি এর আগেও দেখা গিয়েছে। এর আগেও বান্দ্রায় সালমান খান একটি ডুপ্লেক্স বাড়ি নিয়েছিলেন, যার জন্য মাসে ৮.২৫ লাখ করে ভাড়া গুণতে হচ্ছে তাকে।

Link copied!