• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬
বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা

‘সাস্ট ড্রিমার্স’-এর আরেকটি সাফল্য


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৯:৫১ এএম
‘সাস্ট ড্রিমার্স’-এর আরেকটি সাফল্য

আইসিটি বিভাগের ইবিএলআইসিটি প্রকল্পের আওতায় আয়োজিত ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা’ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘সাস্ট ড্রিমার্স’। ‘সাস্ট বাংলা এনএলপি টুলকিট’ প্রকল্পের জন্য দ্বিতীয় পুরস্কার হিসেবে দলটিকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কৃত করা হয়।
 
সাস্ট ড্রিমার্স দলের পক্ষে প্রতিযোগিতায় অংশ নেন শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী তৌহিদ আহমেদ ফয়সাল ও মোহাইমিন আবিদ মেহেদী এবং মেন্টর হিসেবে ছিলেন শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে সহকারী অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ এ বিষয়টি জানান।

অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ বলেন, “গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের আওতায় ‘বাংলার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা-২০২১’ প্রতিযোগিতায় প্রথম পর্বে যাচাই বাছাই শেষে দ্বিতীয় পর্বে ৩০টি দলকে নির্বাচন করা হয়। পরে তৃতীয় পর্বে ১০টি দলকে নির্বাচন করা হয়। প্রকল্প প্রেজেন্টেশনে ফাইনাল পর্বে ‍দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছে ‘সাস্ট ড্রিমার্স’। ইংরেজি ভাষা যেভাবে সারাবিশ্বে প্রতিনিধিত্ব করছে সেভাবে বাংলা ভাষাকে মানুষের কাছে তুলে ধরার জন্য গবেষণা ও উন্নয়নের লক্ষ্যে মূলত এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।”

অধ্যাপক মো. মেহেদী হাসান নাহিদ আরও বলেন, “প্রকল্প প্রেজেন্টেশনে ডেটাসেট, মডেল বা ওয়ার্কিং প্রোটোটাইপের বিষয় হিসেবে ম্যাশিন ট্রান্সলেশন, স্পিচ টু স্পিচ ম্যাশিন ট্রান্সলেশন, টেক্সট টু স্পিচ, স্পিচ টু টেক্সট, ওপিনিয়ন মাইনিং, সোশ্যাল মিডিয়া অ্যানালিটিকস, ফেইক নিউজ/ডিজইনফরম্যাশন ডিটেক্টশন, টেক্সট সামারাইজিং, টেক্সট স্কোরিং, ওসিআর, হ্যান্ডরাইটিং রিকগনিশন, ক্যাপশন জেনারেশন, বাজওয়ার্ড এক্সট্রাকশন, কি-ওয়ার্ড স্পটিং ইন স্পিচ, স্টোরি প্লট প্রেডিক্টশন, হিউমার রিকগনিশন, অথরশিপ অ্যাট্রিবিউশন, স্টাইলোমেট্রিক অ্যানালাইসিস, মেলডি ম্যাচিং, কোয়েশ্চন আনসারিংচ্যাটবট, টপিক মডেলিং/ টেক্সট ক্লাসিফিকেশন, স্পেল চেকিং, প্যারাফ্রেইজ ডিটেক্টশন ইত্যাদি বিষয় জমাদানের জন্য বলা হয়। জমাকৃত রিসোর্সের মূল্যায়ন এবং প্রেজেন্টেশন ও প্রশ্নোত্তর পর্বের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।”

মঙ্গলবার বিকাল ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের বিসিসি অডিটরিয়ামে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এম এম জিয়াউল আলম ও তথ্যপ্রযুক্তিবিদ কথাসাহিত্যিক, লেখক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!