শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের স্থগিত তৃতীয় ধাপের ভর্তি কার্যক্রম শুরু হবে ৭ ও ৮ ফেব্রুয়ারি।
শনিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ৯টায় বিজ্ঞান অনুষদভুক্ত এ-১ ইউনিটে র্যাঙ্কিং ১৯৫৬ থেকে ২৫৫৫ পর্যন্ত, দুপুর ১টায় একই ইউনিটের ২৫৫৬ থেকে ২৯৫৫ পর্যন্ত ও এ-২ ইউনিটের ৩৫ থেকে ৩৬ পর্যন্ত র্যাঙ্কিংয়ে থাকা শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
এছাড়া ৮ ফেব্রুয়ারি সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে সকাল ৯টায় ৫২১ থেকে ৮২০ পর্যন্ত, ব্যবসায় শিক্ষা বিভাগের ১৬৪ থেকে ২৬৩ পর্যন্ত ও দুপুর ১টায় মানবিক বিভাগের ৭০০ থেকে ৯৭৪ পর্যন্ত র্যাঙ্কিংয়ে অবস্থানকারী শিক্ষার্থীদের ভর্তির জন্য ডাকা হয়েছে।
ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীরা জানতে পারবেন।
গত ৪ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত প্রথম ধাপে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি করানো হয়। পরে ১৭ ও ১৮ জানুয়ারি দ্বিতীয় ধাপে ভর্তি করানো হয়। ২৫ ও ২৬ জানুয়ারি তৃতীয় ধাপের ভর্তির সময়সূচি নির্ধারণ করা হলেও বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি খারাপ হওয়ায় ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়।