শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের চিকিৎসার্থে বিশ্ববিদ্যালয়ের রক্তদানবিষয়ক সংগঠন সঞ্চালনের পক্ষ থেকে ৫২ হাজার ৪৩৪ টাকা প্রদান করা হয়েছে।
বুধবার (৯ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (ইউসি) রূপকের ফান্ডে এ টাকা হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সংগঠনের সভাপতি আশরাফুল আলম আকাশ বলেন, “সঞ্চালন থেকে ভর্তি কার্যক্রমের সময় রুপকের জন্য সর্বমোট ৩০ হাজার ৮০০ টাকা সংগ্রহ করা হয়। এছাড়া আমাদের পরিচিতদের থেকে আরও ২১ হাজার ৬৩৪ টাকা সংগ্রহ করা হয়। আজকে ইউনিভার্সিটি সেন্টারে সকাল ১০টায় আমরা টাকাটা রূপক ভাইয়ের ফান্ডে হস্তান্তর করেছি। সব মিলিয়ে প্রথম ধাপে আমরা সঞ্চালন থেকে মজিবুর রহমান রুপককে ৫২ হাজার ৪৩৪ টাকা দিতে পেরেছি। সেই সঙ্গে আমরা দ্বিতীয় ধাপে কীভাবে ভাইয়ের জন্য অর্থ সংগ্রহ করতে পারি, সেটা নিয়ে আমাদের আলোচনা হবে।”
শাবিপ্রবির লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের দুটি কিডনি বিকল হয়ে গেছে। কিডনি প্রতিস্থাপনের জন্য দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে প্রায় ৫০ লাখ টাকার প্রয়োজন। পরিবারের পক্ষে সব টাকা ব্যবস্থা করা সম্ভব নয়। পরিবার ও বিভাগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সহযোগিতার আহ্বান করা হয়েছে।