• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাবির নবজাগরণ ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৮:২৫ পিএম
রাবির নবজাগরণ ফাউন্ডেশনের বর্ষপূর্তি উদযাপন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) স্বেচ্ছাসেবী সংগঠন নবজাগরণ ফাউন্ডেশনের ৯ম বর্ষপূর্তি উদযাপন ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডিনস্ কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠান আয়োজন করে সংগঠনটি।

এসময় মাহফুজুর রহমান মিরাজের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহাগ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাবি’র সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং নবজাগরণ ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন।

অনুষ্ঠানে কেককাটা কর্মসূচি ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়। প্রতিযোগীদের মধ্যে শ্রেষ্ঠ ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়।

এসময় সাবেক সভাপতি খালিদ হাসান ও সাধারণ সম্পাদক রিফাত হোসেন যথাক্রমে ২০২০-২১ কার্যকরী কমিটি ও বিল্ডিং কমিটির সদস্যদের সংগঠনের আইডি কার্ড দিয়ে বরণ করে নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফারহাত তাসনিম, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. মনিমুল হক, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুখসানা বেগম, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর, রাষ্ট্রবিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নবজাগরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আহমেদ সজীব, বর্তমান কমিটির সভাপতি রাশেদুল ইসলাম, নবজাগরণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি কাজী রতন, সাবেক সাধারণ সম্পাদক শরীফুল ইসলামসহ অন্য সদস্যরা।

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!