• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২২, ০৫:২২ পিএম
ঢাবিতে সশরীরে ক্লাস শুরু ২২ ফেব্রুয়ারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) নতুন ভর্তিকৃত প্রথমবর্ষ (সম্মান) শ্রেণির শিক্ষার্থীদের সশরীরে শ্রেণি কার্যক্রম আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পুনরায় শুরু হবে। এ সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে শ্রেণি কার্যক্রম শুরু করবে বিশ্ববিদ্যালয়টি। 

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ও কথা জানানো হয়। 

এছাড়া পূর্বঘোষিত রুটিনভিত্তিক পরীক্ষাসমূহ চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এর আগে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছিল। একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলসমূহ ও সশরীরে শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অবস্থার উন্নতি হলে ১৮ মাস পর ২০২১ সালের অক্টোবরে সশরীরে শিক্ষা কার্যক্রম শুরু হয়।  

তবে সম্প্রতি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমণ বেড়ে যাওয়ায় আবারও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। 

জাতীয় সিদ্ধান্ত অনুযায়ী সশরীরের ক্লাস বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

এদিকে আগামী ২২ ফেব্রুয়ারি থেকে প্রথম বর্ষের সশরীরে ক্লাস শুরুর কথা জানানো হলো। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্য বর্ষগুলোর সশরীরে ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান। 


 

Link copied!