• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৩, ০৯:৪৫ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। শাহরিয়ার অনিক নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ সেশনের ব্যবস্থাপনা বিভাগের।

শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪-৫টা নাগাদ এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শেখ মকছেদুর রহমান।

শেখ মকছেদুর রহমান বলেন, শনিবার বিকেল অনিকা মারা গেছেন বলে নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসক। তার বাসা কুমিল্লা জেলা শহরের পুলিশলাইন এলাকায়।”

শেখ মকছেদুর রহমান আরও বলেন, “তার নিজ বাসাতেই ঘটনাটি ঘটেছে৷ বিষয়টি আমাদের জন্য খুবই মর্মান্তিক। এই ধরনের বিষয় আমাদের কাম্য নয়।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!