• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবির শিক্ষা ও গবেষণার উন্নয়নে ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৩, ০৬:৪৬ পিএম
ঢাবির শিক্ষা ও গবেষণার উন্নয়নে ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’
ছবি: সংবাদ প্রকাশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণার উন্নয়নে ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ নামে বিশ্ববিদ্যালয়ে একটি নিজস্ব ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) ফান্ডের জন্য তহবিল সংগ্রহের উদ্বোধন করার কথা রয়েছে।

মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে অনুদান প্রদানের জন্য আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে একটি নিজস্ব ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ শীর্ষক এই ফান্ডের জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম শনিবার উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এই ফান্ডের কার্যক্রম উদ্বোধন করবেন। 

Link copied!