• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

রচনা লিখে ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০২:৪১ পিএম
রচনা লিখে ইংল্যান্ড ঘুরে আসার সুযোগ দিচ্ছে কমনওয়েলথ
ছবিঃ সংগৃহীত

পৃথিবীর সবচেয়ে পুরোনো প্রতিযোগিতা কুইনস কমনওয়েলথ রচনা প্রতিযোগিতা অংশ নিয়ে ভ্রমণ করুন ইংল্যান্ড। প্রতিবছর হাজারেরও বেশি মানুষ অংশ নেন এ প্রতিযোগিতায়। প্রতিবারের ন্যায় এবারও কমনওয়েলথ  এই সৃজনশীল রচনা প্রতিযোগিতা উন্মক্ত করেছে।

এ রচনা প্রতিযোগিতায় দুটি ক্যাটাগরিতে ( জুনিয়র ক্যাটাগরি ও সিনিয়র ক্যাটাগরি) অংশ নেওয়া যাবে। প্রতিটি ক্যাটাগরি থেকে দুজন করে মোট চারজন অংশগ্রহণকারী পাবেন এক সপ্তাহের জন্য ইংল্যান্ড ভ্রমণের সুযোগ। এই প্রতিযোগিতায় অংশগ্রহনের ক্ষেত্রে বিশেষ কিংবা শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই। নিজের লেখা রচনা অনলাইনে জমা দিতে হবে।

জুনিয়র ক্যাটাগরি
বয়স: ১৪ বছরের নিচে অর্থাৎ ১৬ মে ২০১০-এর পর যাদের জন্ম তারা এই ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন।

রচনার শব্দসংখ্যা: সর্বোচ্চ ৭৫০

সিনিয়র ক্যাটাগরি
বয়স: ১৪-১৮ বছর অর্থাৎ ১৬ মে ২০০৫ থেকে ১৫ মে ২০১০-এর মধ্যে যাদের জন্ম তারা এই ক্যাটাগরিতে অংশ নিতে পারবেন।

রচনার শব্দসংখ্যা: সর্বোচ্চ ১৫০০ হতে পারবে।

রচনা জমা দেওয়ার শেষ সময়
১৫ মে ২০২৪

বিস্তারিত জানতে ও অনলাইনে রচনা জমা দিতে  https://www.royalcwsociety.org/essay-competition/qcec2024  এখানে ক্লিক করুন। 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!