• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

শাবির নতুন মেডিকেল প্রশাসক ড. আসিফ ইকবাল


শাবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৬:৪৪ পিএম
শাবির নতুন মেডিকেল প্রশাসক ড. আসিফ ইকবাল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) মেডিকেল সেন্টারের নতুন প্রশাসক হিসেবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আসিফ ইকবালকে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্টার (প্রশাসন) মো. ইউনুছ আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শাবিপ্রবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. আসিফ ইকবালকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মেডিকেল সেন্টারের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধিমোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

এ বিষয়ে ড. আসিফ ইকবাল বলেন, “এ দায়িত্ব আমাকে দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞ। মেডিকেল সেন্টারে শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করার চেষ্টা করে যাব। সবার সহযোগিতা কামনা করছি।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!