• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

শাবিতে ‘আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক সেমিনার সম্পন্ন


শাবি প্রতিনিধি
প্রকাশিত: মে ১০, ২০২৩, ০৮:০৪ পিএম
শাবিতে ‘আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক সেমিনার সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক সংগঠন ’সাস্ট ক্যারিয়ার ক্লাব’র স্কুল অব্ রিসার্চ ডেভেলপমেন্ট ও ঢাকাস্থ ইউএস অ্যাম্বাসির যৌথ সহযোগিতায়‘ আমেরিকায় উচ্চশিক্ষার সুযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলে (আইকিউএসি) এ সেমিনার শুরু হয়।

এসময় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইউএস অ্যাম্বাসির পাবলিক ডিপ্লোমেসি শাখার পাবলিক এঙ্গেজমেন্ট এসিসট্যান্ট বিমল নক্রেক ও এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর রিফাত স্বপ্নীল। এ সময় সাস্ট ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোজাম্মেল হক ও সংগঠনের বিভিন্ন স্তরের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সেমিনারে ইউএস অ্যাম্বাসির প্রতিনিধিরা আমেরিকার বিশ্ববিদ্যালয়, শিক্ষা কার্যক্রম ব্যবস্থা, র‌্যাংকিং, একাডেমিক সিভি, এসওপি ও রিকমেন্ডেশন লিখা, আমেরিকার প্রফেসরদের ইমেইল করা ও কোনো সেশনে আবেদন করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

এডুকেশন আউটরিচ কো-অর্ডিনেটর রিফাত স্বপ্নীল বলেন, “২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ থেকে আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ১০ হাজার ৫৯৭ জন শিক্ষার্থী আবেদন করেন। আমেরিকায় পড়ালেখার পাশাপাশি চাকরির এবং নেটওয়ার্কিং এর সুযোগ সুবিধা অনেক বেশি এবং বিশ্বমানের।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!