• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫

এক বোন মেডিকেলে, আরেক বোন বুয়েটে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ১১:২৭ এএম
এক বোন মেডিকেলে, আরেক বোন বুয়েটে
দুই বোন তাসনিম ও সামিহা। ছবি : সংগৃহীত

দেশের নামকরা দুই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ার সুযোগ পেলেন দুই বোন। তাসনিম তাসনুভা ও সামিহা তাবাসসুম পিঠাপিঠি দুই বোন। তাদের পড়ালেখা কিংবা খেলাধুলা-আড্ডা সবকিছু চলে একসঙ্গে। এক বোনকে ছাড়া আরেক বোনের চলে না। কিন্তু ভর্তি পরীক্ষায় তাদের গন্তব্য হয়ে গেছে ভিন্ন। তাসনুভা মেডিকেল আর সামিহা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়েছিলেন। ফল প্রকাশের পর দেখা গেল, দুই বোনই সফল। চট্টগ্রাম কলেজের দুই শিক্ষার্থীর একজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং আরেকজন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) পড়ার সুযোগ পেয়েছেন।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৬৭৩তম স্থান অর্জন করেছেন সামিহা। কেমিক্যাল প্রকৌশল বিভাগে ভর্তি হয়েছেন তিনি। অন্যদিকে তাসনুভা ভর্তি হয়েছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। 

এমবিবিএস ভর্তি পরীক্ষায় তার মেধাক্রম ছিল ৩৪৯তম। তাসনিম তাসনুভা বলেন, ‘পঞ্চম ও ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় প্রথম অনুধাবন করি, রসায়ন ও জীববিজ্ঞানের সমস্যা সমাধান করতে মজা লাগছে। তখন থেকে চিকিৎসক হওয়ার অনুপ্রেরণা জন্মে।’ আর ছোট বোন সামিহা তাবাসসুম জানালেন, “২০১৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়ে সুন্দর এই ক্যাম্পাসের প্রেমে পড়ি। সেদিনই ঠিক করি, এখানে পড়তে হবে।”

পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে দুই বোনেরই আগ্রহ আছে। ছবি আকা, রচনা লেখা, কুইজ প্রতিযোগিতাসহ বিভিন্ন অলিম্পিয়াডে নিয়মিত অংশ নেন। সামিহা তাবাসসুম জানালেন, অবসর সময়ে তার প্রিয় কাজ বইপড়া। বিশেষত গোয়েন্দা কাহিনিই তাকে টানে বেশি।

তাসনুভা হতে চান মানবিক ডাক্তার; মানুষের সেবার ব্রত নিয়ে বাকি জীবনটা কাটাতে চান। প্রায় একই লক্ষ্যের কথা জানালেন সামিহা, প্রকৌশলী হয়ে তিনি দেশের কল্যাণে কাজ করতে চান। সূত্র : প্রথম আলো

Link copied!