• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাবিতে জাতীয় জার্নালিজম সম্মেলন শুরু


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৩, ০৭:৩৯ পিএম
জাবিতে জাতীয় জার্নালিজম সম্মেলন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগ, ম্যানেজমেন্ট রিসোর্স অ্যান্ড ডেভলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ফোয়ো মিডিয়া ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় জার্নালিজম, মিডিয়া ও যোগাযোগ শীর্ষক সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও বিশিষ্ট সাংবাদিকদের অংশগ্রহণে শুরু হয় দুই দিনব্যাপী এ সম্মেলন। বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে সমাপনী অধিবেশন।

সম্মেলনে সাংবাদিকতা, মিডিয়া এবং যোগাযোগ শীর্ষক এ জাতীয় সম্মেলনে বাংলাদেশ ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মোট ২৬টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন। সম্মেলনে মুখ্য আলোচক হিসেবে ছিলেন জিআইজেএন বাংলার সম্পাদক মিরাজ আহমেদ চৌধুরী।

সকাল সাড়ে ৯টায় জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের কার্যক্রম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে, সম্মেলনের উদ্বোধক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম, বিশেষ অতিথি কলা ও মানবিকী অনুষদের ডিন অধ্যাপক ড. মোজাম্মেল হক, বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি রাকিব আহমেদ, সম্মেলনের সেশন সঞ্চালক ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমের সাংবাদিকরা।

বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ বলেন, “ভারত ও বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে আমাদের আজকের কনফারেন্স। এখানে একাডেমিয়া ও নিউজ ইন্ড্রাস্ট্রির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে। আমি আশা করি একাডেমিয়া ও নিউজ ইন্ডাস্ট্রির মধ্যকার যে ফারাক, তা এ কনফারেন্সের মাধ্যমে কমিয়ে আনা সম্ভব হবে।”

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ফন লিন্ডে বলেন, “আমি মনে করি, এ কনফারেন্স সবার জন্য একটি সুবর্ণসুযোগ। এমনকি এটি আমার জন্যও অনেক বেশি প্রয়োজনীয়। সাংবাদিকতা একটি রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ও একই সঙ্গে চ্যালেঞ্জিং পেশা। সাংবাদিকতার মাধ্যমে রাষ্ট্রের খুঁটি-নাটি বিষয়ে আলোচনা করা সম্ভব এবং তা জনমানুষের কাছে উপস্থাপন করা যায়।”

সম্মেলনের উদ্বোধন ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আলম বলেন, “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের কিছুদিন পর এক যুগ পূর্তি হবে। এমআরডিআই ও নবীন এ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের কনফারেন্সে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রযুক্তির ক্রমাগত উন্নয়নের সঙ্গে সাংবাদিকতা প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে সাংবাদিকতার বিকল্প নেই।”

এ সময় বিশ্ববিদ্যালয়ের তরুণ সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ণ রেখে সাংবাদিকতা করতে হবে। বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা হওয়া উচিত, তবে তা যেন গঠনমূলক সমালোচনার মধ্যে দিয়ে হয়।

সম্মেলনের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহযোগী অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল বলেন, “বিশ্ববিদ্যালয় গবেষণার স্থান, আর গবেষণাকে একটি উন্নত পর্যায়ে নিতে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি মূলত জ্ঞানের আদান-প্রদান, শিক্ষক, গবেষক এবং বাংলাদেশের গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ এখানে তাদের জ্ঞান বিনিময় করবেন। আমাদের এ সম্মেলনে ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থী গবেষণা নিবন্ধ উপস্থাপন করবেন। এ ছাড়া দেশের ১২টি বিশ্ববিদ্যালয়ের আমরা এ সম্মেলনের মাধ্যমে শিক্ষা ও গবেষণা অবদান রাখতে চাই এবং এ দুই দিনব্যাপী সম্মেলনে আমরা নিজেদের মধ্যে তথ্য ও জ্ঞানের আদান-প্রদান করব।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!