• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫

ঢাবির ফিরোজা বেগম স্বর্ণপদক পেলেন সংগীত শিল্পী খুরশীদ আলম


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৩০, ২০২৩, ০৯:২৪ পিএম
ঢাবির ফিরোজা বেগম স্বর্ণপদক পেলেন সংগীত শিল্পী খুরশীদ আলম

দেশের বরেণ্য সংগীত শিল্পী খুরশীদ আলমকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের উদ্যেগে ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ প্রদান করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই সংগীত শিল্পীর হাতে স্বর্ণপদক তুলে দেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রয়াত শিল্পী ফিরোজা বেগমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, সমাজে সংগীত ও শিল্পচর্চার প্রসার যত ঘটবে সেই সমাজ তত উদার, মানবিক, উন্নত ও সমৃদ্ধ হবে।

তিনি ‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ও পুরস্কার’ লাভ করার জনপ্রিয় সংগীত শিল্পী খুরশীদ আলমকে অভিনন্দন জানিয়ে বলেন, সংগীত শিল্পী, সংগীত প্রেমি ও সংগীত সাধকদের অফুরান প্রেরণার উৎস প্রয়াত শিল্পী ফিরোজা বেগম। তার গুণাবলী ও মূল্যবোধ ধারণ করে সুন্দর, মানবিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে অবদান রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিনের সভাপতিত্বে ও রেজিস্টার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, এসিআই ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ট্রাস্ট ফান্ডের পাতা এম আনিস উদ দৌলা এবং সংগীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ না।

এছাড়াও অনুষ্ঠানে সংগীত বিভাগের ২০২১ সালের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থী কমল দত্তকেও পদক ও পুরস্কার প্রদান করা হয়।

Link copied!