• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

দয়াগঞ্জ মোড়ে জবি ছাত্রদলের বিক্ষোভ


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ৬, ২০২৩, ০২:২০ পিএম
দয়াগঞ্জ মোড়ে জবি ছাত্রদলের বিক্ষোভ
ছবি: প্রতিনিধি

বিএনপির ডাকা দেশব্যাপী অবরোধ সমর্থনে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল।

রোববার (৬ নভেম্বর) সকালে ৯টা নাগাদ দয়াগঞ্জ মোড়ে অবস্থান নেয় জবি ছাত্রদলের নেতাকর্মীরা। পরে সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে তারা।

এসময় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন,  দেশের হারানো গনতন্ত্র এবং ১৬ কোটি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য জাতীয়তাবাদী দলের এই অবরোধ কর্মসূচী ছাত্রদল সমর্থন করে। দেশের এই ক্রান্তিলগ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে দেশনায়ক তারেক রহমানের এই অবরোধ কর্মসূচী নিজেদের রক্ত দিয়ে হলেও সফল করবে। জাতীয়তাবাদী ছাত্রদলের হাজারো নেতাকর্মীদের গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবেনা। জনগনকে সাথে নিয়ে এই অবৈধ মাফিয়া সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো আমরা।

Link copied!