• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীরা পরিবার নিতে পারবেন না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪, ০৩:১১ পিএম
যুক্তরাজ্যে বিদেশি শিক্ষার্থীরা পরিবার নিতে পারবেন না
ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে নতুন নিয়ম যুক্তরাজ্যের

যুক্তরাজ্যে এখন থেকে আর পরিবার নিয়ে যেতে পারবেন না বেশির ভাগ বিদেশি শিক্ষার্থী। জানুয়ারি থেকে এই নিয়ম কার্যকর করেছে ব্রিটিশ সরকার।

স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাস থেকে শিক্ষাক্রম শুরু করা আন্তর্জাতিক শিক্ষার্থীরা তার ওপর নির্ভরশীল সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবেন না। তবে স্নাতকোত্তর গবেষণা কোর্স করা বা সরকারের অনুদানের বৃত্তি পেয়ে কোর্স করা শিক্ষার্থী নির্ভরশীল সদস্যদের যুক্তরাজ্যে নিয়ে যেতে পারবেন।

‘ভিসা ব্যবস্থার অপব্যবহার রোধে’ ঋষি সুনাক সরকারের প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেয় দেশটি। গত বছরের মে মাসে এ পরিবর্তনের কথা প্রথম ঘোষণা করে যুক্তরাজ্যের সরকার।

সুনাকের মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, এ সিদ্ধান্তের ফলে প্রতিবছর প্রায় ১ লাখ ৪০ হাজার মানুষের যুক্তরাজ্যে আসা কমবে।

২০২২ সালে সারা বিশ্বের আবেদনকারীদের জন্য ৪ লাখ ৮৬ হাজার স্টুডেন্ট ভিসা দিয়েছিল যুক্তরাজ্য। ২০১৯ সালে এই সংখ্যা ছিল ২ লাখ ৬৯ হাজার। ২০২৩ সালে শিক্ষার্থীদের নির্ভরশীলদের জন্য ভিসা ইস্যু করা হয়েছিল ১ লাখ ৩৬ হাজার, ২০১৯ সালে ছিল ১৬ হাজার। এই কয়েক বছরে শিক্ষার্থীদের ওপর নির্ভরশীল সদস্যদের জন্য ভিসা ইস্যুর পরিমাণ আট গুণ বেড়েছে।

Link copied!