• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

এবার ৭২ ঘণ্টার আলটিমেটাম দিলেন ঢাবি শিক্ষার্থীরা


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৭:১৬ পিএম
এবার ৭২ ঘণ্টার আলটিমেটাম দিলেন ঢাবি শিক্ষার্থীরা
ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ। ছবি: সংগৃহীত

সাত কলেজের সমস্যা নিরসনে ছয় সপ্তাহের মধ্যে বিশেষজ্ঞ কমিটি তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে উপদেষ্টার বক্তব্যে সন্তুষ্ট না হয়ে শিক্ষার্থীরা আগামী রোববার (৩ নভেম্বর) ফের সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ব্লকেড ও অনশন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

সাত কলেজের শিক্ষার্থীদের এমন আলটিমেটামের পর কলেজগুলোর অধিভুক্ত বাতিল চেয়ে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। এ সময়ের মধ্যে অধিভুক্ত বাতিল করা না হলে ঢাকা বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুমকি দিয়েছে তারা।

শুক্রবার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ঢাবির উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে এ কর্মসূচি ঘোষণা করেন আশিকুল ইসলাম নামে এক ঢাবি শিক্ষার্থী। আশিকুল বলেন, এই ৭২ ঘণ্টার মধ্যে আমরা প্রতিটি শিক্ষার্থীর কাছে যাবো। গণসংযোগ করে সবাইকে সচেতন করে তুলবো। এরপরেও দাবি না মানা হলে প্রয়োজনে ২০১৯ সালের মতো সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেবো।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, আমরা এর আগেও অনেক আশ্বাসে বিশ্বাস রেখে প্রতারিত হয়েছি। কিন্তু এবার আর আশ্বাসের মূলা ঝুলানো বিশ্বাস করছি না। আমরা ঢাবি প্রশাসনকে ৭২ ঘণ্টার সময় দিচ্ছি। এর মধ্যে অধিভুক্তি বাতিল করা না হলে ৭৩ ঘণ্টায় গিয়ে ঢাবিকে অচল করে দেওয়া হবে।

বিক্ষোভকালে শিক্ষার্থীরা ‘এফিলিয়েশন নো মোর’, ‘অধিভুক্তির ব্যবসা বন্ধ করো, করতে হবে’, ‘অবিলম্বে অধিভুক্তি-বাতিল করো, করতে হবে’, ‘মেয়েদের জন্য হল নির্মাণ-অবিলম্বে করতে হবে’- ইত্যাদি স্লোগান দেন। শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ করেন শিক্ষার্থীরা।

এর আগে আয়োজিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঢাবি একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়। এখানে কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার উপদেষ্টা পরিষদ কারা? তারা বলেন, ঢাবি ক্যাম্পাসের ভেতরেই নাকি সাত কলেজের জন্য আলাদা অবকাঠামো নির্মাণ করা হবে। আমরা এত সহজে এসব মেনে নেবো না। অবিলম্বে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথক করে দিতে হবে।

দীর্ঘদিন ধরেই সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা। শুধু ঢাবি ছাত্রছাত্রীই নন, অধিভুক্তি বাতিলের দাবি জানিয়ে আসছিলেন সাত কলেজের শিক্ষার্থীরাও। তবে দুই পক্ষের শিক্ষার্থীদের দাবি না মেনে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) উপদেষ্টা পরিষদ সাত কলেজকে ঢাবির অধিভুক্ত রেখেই তাদের জন্যে আলাদা অবকাঠামো নির্মাণের ঘোষণা দিয়েছে।

Link copied!