• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জবির ফটকে ছাত্রদলের তালা


জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৯:৪০ এএম
জবির ফটকে ছাত্রদলের তালা

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রবেশের দুটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টায় পোগোজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গেট-৪ (ব্যাংকের গেট) এ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল তালা লাগিয়ে দেয়।

এ সময় পুরান ঢাকার বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। এর নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।

তালা দেওয়ার কথা স্বীকার করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় চেপে বসে দুর্নীতির আখড়া তৈরি করে প্রতিটি সেক্টরে। কিছু স্বার্থান্বেষী কর্মকর্তা জনগণের সেবক না হয়ে সরকারের দালালি করছে। ছাত্রদল এই সরকার পতনে যে দুর্বার আন্দোলন গড়ে উঠেছে, ভূমিকা রাখছে এবং রাখবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, “এক দফা দাবি আদায় এবং বিএনপির শান্তিপূর্ণ মহাসমাবেশে পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের বর্বর হামলা ও গণগ্রেপ্তারের প্রতিবাদে আমরা অবরোধ পালন করছি।”

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!