• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১, ১১ শাওয়াল ১৪৪৫

মোখার কারণে চুয়েটের সকল কার্যক্রম বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৪, ২০২৩, ০১:১৬ পিএম
মোখার কারণে চুয়েটের সকল কার্যক্রম বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার (১৪ মে) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সকল কার্যক্রম বন্ধ থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার শেখ মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’এর কারণে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোববারের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার পিক আওয়ার হবে দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে। এ সময়ে জলোচ্ছ্বাস হতে পারে। তখন ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। 
 

শিক্ষা বিভাগের আরো খবর

Link copied!