• ঢাকা
  • সোমবার, ১৩ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ৪ জ্বিলকদ ১৪৪৫

কুবিতে মোখার কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ


কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: মে ১৩, ২০২৩, ০৯:৫৬ পিএম
কুবিতে মোখার কারণে একাডেমিক কার্যক্রম বন্ধ

ঘূর্ণিঝড় মোখার কারণে রোববার (১৪ মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার (১৩ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী।

আমিরুল হক চৌধুরী বলেন, “ঘূর্ণিঝড়ের কারণে রোববার সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। প্রশাসনিক কার্যক্রম নিয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত শেষে জানিয়ে দেওয়া হবে।”

বঙ্গোপসাগরে সৃষ্ট ‘মোখা’ ইতোমধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার ঝড়ের অগ্রভাগ আঘাত হানতে পারে উপকূলে।

Link copied!