• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

৩০০ ফিটে শিক্ষার্থী নিহত, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা


ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৩:৩৭ পিএম
৩০০ ফিটে শিক্ষার্থী নিহত, অভিযুক্তের সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি। ছবি : সংগৃহীত

রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোতাসিম মাসুদ (২২) নামে বুয়েটের এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনাকে হত্যাকাণ্ড বলে দাবি করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থীরা। এই ঘটনায় অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতসহ ৫ দফা দাবি জানিয়েছেন তারা।  

শনিবার (২১ ডিসেম্বর) বুয়েট শহীদ মিনারের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এসব দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচি শেষে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি বুয়েটের মূল ফটক থেকে শুরু হয়। এরপর পলাশী, কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে বুয়েটের ৬ নং গেট দিয়ে ঢুকে পুনরায় বুয়েটের মূল ফটকে এসে শেষ হয়।

সাধারণ শিক্ষার্থীরা বলেন, “পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় ছিলেন এবং বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো,
১। যেকোনো মূল্যে এই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ।
২। আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার অবশ্যই বিবাদীপক্ষকে বহন করতে হবে।
৩। নিহত মাসুদের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করতে বিবাদীপক্ষকে বাধ্য করতে হবে।
৪। তদন্ত কার্যক্রমে বাধা প্রদানের চেষ্টা করলে তাদের বিরুদ্ধে অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
৫। সড়ক দুর্ঘটনার কারণে আর কারও প্রাণ যেন না যায় এবং সড়কে নিরাপত্তা যেন নিশ্চিত হয়, সেই ব্যাপারে সরকারকে যথোপযুক্ত ভূমিকা রাখতে হবে।

Link copied!